হারলেও সুখবর পেল বাংলাদেশ

ফলাফলের দিক থেকে গত কয়েকটি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। সিঙ্গাপুরের পরে হংকংয়ের বিপক্ষেও ভুলের মাশুল দিয়ে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। তবুও ফিফা তেকে সুখবর পেলো বাংলাদেশ।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) পুরুষ ফুটবলারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানেই দেখা যায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ৮৯৪.০৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৮৪ নম্বর থেকে ১৮৩ নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ।
এর আগে গত সেপ্টেম্বরে সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। এরপর অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে মিলিয়ে দুটি ম্যাচ খেলেছে হামজা-শমিতরা।
এর মধ্যে প্রথম ম্যাচে ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর অ্যাওয়ে ম্যাচে হংকং গিয়ে ১-১ ড্র করে ফিরেছে কোচ হাভিয়ের কাবরেরার দল।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। একধাপ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। দুই নম্বরে ওঠে গেছে তারা। এক ধাপ নিচে নেমে তিন নম্বরে আছে ফ্রান্স। আগেই মতোই যথাক্রমে ৪ ও ৫ নম্বর পজিশন ধরে রেখেছে ইংল্যান্ড ও পর্তুগাল।
একধাপ এগিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে ছয় নম্বরে ওঠে এসেছে নেদারল্যান্ডস। একধাপ পিছিয়ে ৭ নম্বরে ব্রাজিল। ৮ নম্বরে আছে বেলজিয়াম। একধাপ এগিয়ে ৯ নম্বরে আছে ইতালি। আর ২ ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছে জার্মানি।