মন্থর ব্যাটিংয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ

কালো উইকেটে ব্যাটিং করাটা কঠিন, এই কথা অজানা নয়। এখানে স্পিনাররা যেকোনো সময় হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। সেসব মাথায় রেখে ব্যাট করছে বাংলাদেশ। ধীরেসুস্থে একটুি একটু করে সচল রেখেছে রানের চাকা। নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। বিদায় নেন অঙ্কনও। ৩৫ বলে ১৭ রান করে আথানাজের বলে শেরফান রাদারফোর্ডের হাতে ধরা পড়েন স্কয়ার লেগে।এরপর সৌম্যও ফিরলেন ৮৯ বলে ৪৫ রান করে। ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে সবে ১০০ পার করেছে বাংলাদেশ।
দ্রুত উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুরের কালো পিচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শুরু থেকে সাবধানী বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ছিল ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান। পাওয়ার প্লেতে ওপেনার সাইফ হাসার আউট হওয়ার পর ১১ তম ওভারেই ফিরেনন তাওহিদ হৃদয়।
আজ ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই স্পিনারদের ব্যবহার করছে। উইকেটে টার্ন বেশি হওয়ায় বাংলাদেশের ব্যাটরদেরও বুঝেশুনে খেলতে হচ্ছে। যে কারণে রানের চাকাও ঘুরছে ধীরগতিতে। তবে বাংলাদেশর শুরুটা ভালোই হয়েছিল।
ব্যটিংয়ে নেমে উইকেটে থিতু হতে না হতেই সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ। টানা ১৪ বল ডট খেলে পঞ্চম ওভারে আকিলের বলে স্লগ খেলে ছক্কা মেরে চাপমুক্ত হতে চেয়েছিলেন তিনি। পরের বলেই স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ।
স্পিন ভালো খেলায় তিন নম্বরে নামেন তাওহিদ হৃদয়। আরেক ওপেনার সৌম্যর সাথে জুটি গড়ার চেষ্টা করছিলেন। পাওয়ার প্লে দেখেশুনে পার করেন দুজন মিলে।
কিন্তু ১১তম ওভারেই গুড়াকেশ মোতির ফাঁদে পড়েন হৃদয়। মোতির হাওয়ায় ভাসিয়ে করা বল হদয় মিড অনে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে। এতেই ১৯ বলে ১২ রান করে ফিরেছেন হৃদয়।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে সৌম্য এগোচ্ছিলেন। বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। অ্যালিক আথানাজের বলে ব্রেন্ডন কিংয়ের তালুবন্দি হয়ে শান্ত ফেরেন ২৫ বলে ১০ রানে। ৬৮ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এর আগে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ জানান, প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আজ বাংলাদেশের একাদশে পেসার হিসেবে আছেন একজন, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।