এল ক্ল্যাসিকো জয়ের পর মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ
এল ক্ল্যাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদের আনন্দ বেশিক্ষণ টিকেনি। রিয়াল অধিনায়ক দানি কারভাহাল আবারও গুরুতর চোটে পড়েছেন। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগতে থাকা এই অভিজ্ঞ ডিফেন্ডারের ডান হাঁটুতে আবারও অস্ত্রোপচার করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স ক্লাব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন কারভাহাল। ২০২৫ সালের বাকি সময়টায় আর খেলতে পারবেন না তিনি।
রিয়াল মাদ্রিদের জন্য এই দুঃসংবাদটি আসে এল ক্ল্যাসিকোর ঠিক এক দিন পর। এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদ ২–১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। এই ম্যাচে রিয়াল অধিনায়ক বদলি হিসেবে নেমে মাত্র ১৯ মিনিট খেলেন। খেলার পর হাঁটুতে আবার ব্যথা অনুভব করেন তিনি।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘আমাদের অধিনায়ক দানি কারভাহালের পরীক্ষায় দেখা গেছে তার ডান হাঁটুর জোড়ায় একটি লুজ জয়েন্ট রয়েছে। কারভাহালের আর্থ্রোস্কোপি’ (হাঁটুর অস্ত্রোপচার) সার্জারি করাতে হবে।’
আরও পড়ুন : উত্তেজনায় ঠাসা মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়াল মাদ্রিদের
কারভাহালের চোটের ইতিহাস অনেক দিনের। ২০২৪ সালের অক্টোবরে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচে তার হাঁটুর দুটি লিগামেন্ট ও একটি টেন্ডন ছিঁড়ে যায়, যার ফলে তিনি আগের মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন।
যদিও তিনি ২০২৫ সালের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে ফেরেন, তারপর থেকেই ছোটখাটো পেশির সমস্যায় ভুগছেন এবং নিয়মিত খেলার ধারায় ফিরতে পারছিলেন না।
আরও পড়ুন : বেলিংহামের গোলে রিয়ালের টানা তৃতীয় জয়
৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের অভিজ্ঞতা ও নেতৃত্ব রিয়াল মাদ্রিদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দীর্ঘদিন ধরে। তার নতুন এই অস্ত্রোপচার কেবল রিয়াল মাদ্রিদের জন্য নয় স্পেনের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে।

স্পোর্টস ডেস্ক