রউফ নিষিদ্ধ, সূর্যকুমারের জরিমানা, আরও দুজন যে শাস্তি পেলেন
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বে আলাদা উত্তেজনা কাজ করে। তবে ২০২৫ সালের এশিয়া কাপে কাপে মাঠের খেলার থেকে বাইরের বিষয়ই উত্তেজনা সৃষ্টি করেছে বেশি। ভারত একপেশেভাবে তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। কিন্তু দুটি দেশই রাজনৈতিক বৈরিতা থেকে খেলাকে আলাদা করতে পারেনি। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই দেশের চারজন ক্রিকটোর শাস্তি পাচ্ছেন।
আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় পাকিস্তানি পেসার হারিস রাউফকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী ২৪ মাসে ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একজন খেলোয়াড়কে এক টেস্ট বা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়। রউফের ক্ষেত্রেও সেটি হয়েছে।
পাকিস্তান এখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলছে। নিষিদ্ধ হওয়ায় এই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি রউফের। আগামীকাল দ্বিতীয় ম্যাচেও তাকে বাইরেই থাকতে হচ্ছে।
আরও পড়ুন : নাকভির কাছে এশিয়া কাপের ট্রফি, ফেরত দিতে বলছে বিসিসিআই
রউফকে শাস্তি পেতে হয়েছে ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচে আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘনের জন্য। যা খেলার ভাবমূর্তি নষ্ট করার সঙ্গে সম্পর্কিত।
সুপার ফোরের ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করে বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখান। পরে ভারতের সমর্থকরা দাবি করেন তিনি সামরিক বাহিনীকে কটাক্ষ করে এমন অঙ্গভঙ্গি করেছেন। তবে রউফ এই অভিযোগগুলো অস্বীকার করাতেই শুনানি শেষে তাকে শাস্তি দিচ্ছে আইসিসি।
এই ম্যাচেই আবার পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি করে ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করে উদযাপন করেন। এরপর তার বিরুদ্ধেও অভিযোগ করে বিসিসিআই। ফারহানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ার পাশাপাশি তাকে সতর্ক করে দিয়েছে আইসিসি।
এছাড়া, ১৪ সেপ্টেম্বর ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তাদের জয় সামরিক বাহিনীকে উৎসর্গ করেন এবং দুই দেশের সামরিক সংঘাতের বিষয় টেনে আনেন। এরপর তার বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেকারণে তাকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি ২ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন : 'হ্যান্ডশেক' কাণ্ডে আইসিসিকে খুঁজছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
এশিয়া কাপের ফাইনালে একই ধারা লঙ্ঘনের জন্য ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে সতর্কবার্তার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আরেক পেসার আর্শদিপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠিলেও তা তদন্তে প্রমাণিত হয়নি।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের নাটকীয়তা এখনও শেষ হয়নি। রদ্ধশ্বাস এক ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। কিন্তু তারা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
এরপর নাকভি ট্রফি নিয়ে চলে গেলে শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করে ভারতীয় দল। এরপর এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও এথনও ট্রফি হাতে পায়নি ভারত।

স্পোর্টস ডেস্ক