ফোডেন-হলান্ডের দাপটে ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইতিহাদে দুর্দান্ত এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড শক্ত প্রতিপক্ষ হলেও সেভাবে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে ফিল ফোডেনের জোড়া গোলে ডর্টমুন্ডকে ৪-১ গোলের বড় ব্যাধানে হারিয়েছে ম্যানসিটি। এদিন সাবেক ক্লাবের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড।
আরও পড়ুন : তিনবার পিছিয়ে পড়েও হার এড়াল বার্সেলোনা
গতকাল ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলে প্রতিপক্ষকে চাপে রাখে সিটি। প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল করে এগিয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নরা। ২২তম মিনিটে টিয়ানি রেইনডার্সের পাস থেকে দূরের পোস্ট ঘেঁষা নিচু শটে দলকে লিড এনে দেন ফোডেন। এরপর ২৯তম মিনিটে জেরেমি ডকুর কাটব্যাক ধরে বক্সের মাঝামাঝি থেকে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে টানা চার ম্যাচে গোল পেলেন নরওয়ের এই তারকা, তার মোট গোল এখন পাঁচটি।
বিরতির পরও থামেনি সিটি। ৫৭তম মিনিটে আবারও রেইনডার্সের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন, স্কোরলাইন তখন ৩-০।
আরও পড়ুন : পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন, লাল কার্ড দেখেও জয়ের নায়ক দিয়াজ
৭২তম মিনিটে ভালদেমার আন্টন একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি ডর্টমুন্ড। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে রায়ান চেরকির গোলে ব্যবধান বেড়ে ৪-১ হয়।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। বর্তমানে টানা চার জয়ে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান যথাক্রমে শীর্ষ তিনে অবস্থান করছে। এই হারের ফলে সাত পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে বরুশিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্ক