আবারও নিষিদ্ধ হলেন সুয়ারেজ
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞা যেন নতুন কিছু নয়। এর আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে কিংবা থুতু দিয়ে বেশ কয়েকবার নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। এবার এই ইন্টার মায়ামির ফরোয়ার্ড এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন প্রতিপক্ষে খেলোয়াড়কে লাথি দিয়ে। আর তাই তিনি প্লে-অফের তৃতীয় রাউন্ডের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে খেলতে পারবেন না।
ঘটনাটি ঘটে ১ নভেম্বর, ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মারেন সুয়ারেজ । রেফারি তখনই অবশ্য কোনো কার্ড দেখাননি। কিন্তু এরপর মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি ঘটনার ভিডিও দেখে তাকে শাস্তি দিয়েছে।
আরও পড়ুন : থুথুকাণ্ডে সুয়ারেজের শাস্তি বাড়ল, এবার এমএলএসে নিষিদ্ধ তিন ম্যাচ
এমএলএস ডিসিপ্লিনারি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্টার মায়ামির খেলোয়াড় লুইস সুয়ারেজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে (পরিমাণ অঘোষিত)। ১ নভেম্বর ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে তিনি বাজে আচরণ করেছিলেন। এই নিষেধাজ্ঞার কারণে ৮ নভেম্বর ন্যাশভিলের বিপক্ষে মায়ামির ম্যাচে মাঠে নামতে পারেন না সুয়ারেজ।’
এটি ২০২৫ সালে সুয়ারেজের দ্বিতীয় নিষেধাজ্ঞা। এর আগে তিনি লিগ কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক কর্মীকে থুতু দেওয়ার ঘটনায় গত সেপ্টেম্বরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এছাড়া প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে আগেও তিনবার নিষিদ্ধ হয়েছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন : মেসির গোলেও হেরেছে মায়ামি, ফল নির্ধারণ তৃতীয় ম্যাচে
সুয়ারেজের নিষেধাজ্ঞার বিষয়ে ইন্টার মায়ামি এক বিবৃতিতে বলেছে, ‘ইন্টার মায়ামি সিএফ এমএলএস ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে ও মেনে নিচ্ছে। তবে আমরা উদ্বিগ্ন যে মাঠের রেফারি ও ভিএআরের মাধ্যমে পর্যালোচিত একটি ঘটনার পুনর্মূল্যায়ন ভবিষ্যতে একটি নজির তৈরি করতে পারে। আমরা আশা করি, ভবিষ্যতের সব ম্যাচে ও সব দলের ক্ষেত্রেই একই মানদণ্ড প্রয়োগ করা হবে।’
প্লে অফের তিন ম্যাচের লড়াইয়ে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছেলি ইন্টার মায়ামি। এরপর দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের মাঠে তাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় মেসি-সুয়ারেজরা। আগামী শনিবার মাঠে গড়াবে প্লে অফের তৃতীয় রাউন্ডের ম্যাচ। এই ম্যাচেই ফল নির্ধারণ হবে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকবেন না দলের তারকা ফরোয়ার্ড সুয়ারেজ।

স্পোর্টস ডেস্ক