চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২৬ সালে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টের জন্য ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। ভারতে খেলা হবে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইতে আর শ্রীলঙ্কায় কলম্বোর দুই ভেন্যু ও ক্যান্ডিকে রেখেছে আইসিসি।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আর যদি পাকিস্তান ফাইনালে উঠতে পারে তাহলে ফাইনালে হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। আগামী সপ্তাহে বিস্তারিত সূচি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
টুর্নামেন্টে পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য বোর্ডগুলোর মধ্যে আগে থেকে করা চুক্তির অংশ অনুযায়ীই এটি হবে। পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচটিও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০ দল অংশ নেবে। চারটি গ্রুপে পাঁচটি করে দল বিভক্ত থাকবে। গ্রুপের প্রতিটি দল একে অপরের সঙ্গে মুখোমুখি হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার-এইট স্টেজে যাবে, সেখান থেকে আবার দুইটি গ্রুপে চার দল বিভক্ত হবে। সুপার এইটের প্রতি গ্রুপের শীর্ষ দুই দল আবার সেমিফাইনালে যাবে।
আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টস ডেস্ক