রোনালদোর দাবি, স্পেনে গোল করা সৌদি লিগের চেয়ে সহজ
ক্যারিয়ারের শেষভাগে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি প্রো লিগে। আল নাসেরের হয়ে এই লিগে দারুণ সময় কাটাচ্ছেন ৪০ বছর বযসী এই ফুটবলার। নিয়মিত গোল ও অ্যাসিস্টেরও দেখা পাচ্ছেন তিনি। রোনালদো এবার বিতর্ক সৃষ্টি করলেন এই লিগের প্রসঙ্গ টেনেই। পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে রোনালদো দাবি করেছেন লা লিগার থেকে সৌদি প্রো লিগে গোল করা কঠিন।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা রোনালদো মনে করেন সৌদি প্রো লিগে গোল করা স্পেনের লা লিগা চেয়েও কঠিন। তিনি সৌদি লিগের মান নিয়েও সমালোচকদের জবাব দিয়েছেন এবং বলেছেন, এই লিগ এখন বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক একটি লিগে পরিণত হচ্ছে।
পিয়ার্স মরগানের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমাকে কিছু প্রমাণ করতে হয় না। মানুষ যা-ই বলুক না কেন, সংখ্যা কখনো মিথ্যা বলে না। তারা বলে এটা তো সৌদি লিগ, কিন্তু তারা কখনো এখানে খেলেনি, ৪০ ডিগ্রি তাপমাত্রায় দৌড়ানোর কষ্ট তারা জানে না।’
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন রোনালদো। যোগ দেওয়ার পর থেকেই তিনি ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ১১৫ ম্যাচে করেছেন ১০২ গোল। সেই সঙ্গে রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক তিনি।
আরও পড়ুন: মেসি কি রোনালদোর চেয়েও ভালো–যা বললেন সিআরসেভেন
রোনালদো বলেন, ‘আমি প্রতি মৌসুমে আগের চেয়ে বেশি গোল করি। খারাপ মৌসুমেও আমি অন্তত ২৫টা গোল করি। মানুষ সমালোচনা করে, কিন্তু আমি মাঠে উত্তর দিই।’
সৌদি প্রো লিগের মান নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করে রোনালদো আরও বলেন, ‘আমি আবারও বলছি, সৌদি লিগ পর্তুগালের প্রিমেইরা লিগের চেয়ে অনেক ভালো। ফ্রান্সে তো শুধু পিএসজি-ই প্রতিদ্বন্দ্বী। প্রিমিয়ার লিগ সেরা, এটা আমি মানি। অন্য ফুটবলারদের জিজ্ঞেস করে দেখুন, এই লিগ ভালো কি না। আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। আমাকে জিজ্ঞেস করা সহজ, কারণ আমি সবসময় বলছি। তারা বলবে, ‘ওহ, ক্রিস্তিয়ানো এসব বলছে, কারণ সে সৌদিতে খেলে।’ কিন্তু আমি তো সবখানেই খেলেছি। আমি যেসব জায়গায় খেলেছি, তার মধ্যে স্পেনে গোল করা সৌদির চেয়ে সহজ।’
আরও পড়ুন: এবার রোনালদোকে জবাব দিলেন মেসি
মরগান যখন তাকে সমালোচকদের বিষয়ে প্রশ্ন করেন, তখন রোনালদো বলেন, ‘যত সময় যাচ্ছে আম আরও বেশি গোল করছি। খারাপ মৌসুমেও আমি ২৫টি গোল করেছি। যদি আমি এখন কোনো শীর্ষ প্রিমিয়ার লিগ ক্লাবে খেলতাম, তবুও একইভাবে গোল করতাম। ভালো দলে থাকলে ৪০ বছর বয়সেও একই রকম পারফর্ম করতাম।’

স্পোর্টস ডেস্ক