রোনালদোর ছেলের অভিষেক ম্যাচেই জয় পেল পর্তুগাল
 
ফুটবলে সাফল্যমণ্ডিত ক্যারিয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাব ফুটবলে যেই লিগেই গেছেন সেখানেই কোন কোন রেকর্ড গড়েছেন। বর্তমানে পর্তুগাল জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ডটাও তার হাতেই। রোনালদোর পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন তার ছেলে রোনলদো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের পর এবার অনূর্ধ্ব-১৬ দলেও অভিষেক হল রোনালদো জুনিয়রের।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলতে নেমে ২-০ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। আর এই ম্যাচেই অভিষেক হয়েছে রোনালদো জুনিয়রের। ম্যাচের একদম শেষে যোগ করা সময়ে বদলি হিসেবে মাঠে নামে রোনালদোর ছেলে।
আরও পড়ুন: নতুন মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
২-০ গোলে জয়ের এই ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেছেন স্পোর্টিং সিপির স্যামুয়েল টাভারেস এবং এসসি ব্রাগার রাফায়েল কাব্রাল। গোলের ব্যবধান বাড়ার পর ম্যাচের যোগ সময়ে মাঠে নামেন রোনালদো জুনিয়র। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন তার আল নাসরের যুব একাডেমিতে। বাবা রোনালদোর পথ ধরেই সৌদি প্রো লিগের এই ক্লাবের একাডেমিতে বেড়ে উঠছেন ছেলে।
ফেডারেশনস কাপ টুর্নামেন্টে তুরস্কে তিনটি ম্যাচ খেলবে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল। তুরস্কের বিপক্ষে ম্যাচটি ছিল প্রথম ম্যাচ। শনিবার ওয়েলসের সঙ্গে মুখোমুখি হওয়ার পর সোমবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তারা।
আরও পড়ুন: পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদো জুনিয়রের অভিষেক
রোনালদো জুনিয়রের ইতোমধ্যেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে। বয়সভিত্তিক পর্যায়ে এই দলের হয়ে গোলও করেছেন তিনি।
রোনালদো সম্প্রতি নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিয়ারে ৯৫০ গোল করা একমাত্র খেলোয়াড় এখন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী পর্তুগিজ অধিনায়ক আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের জার্সিতে ২২৫ ম্যাচে ১৪৩ গোল করেছেন তিনি।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
