নিরাপত্তা শঙ্কায় দল, তবুও পাকিস্তান ছাড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসএলসি’র
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও এরপর ত্রিদেশীয় (পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে) টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা ক্রিকটে দল এখন পাকিস্তানে অবস্থান করছে। কিন্তু ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তান সফর নিয়ে শঙ্কায় পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিরাপত্তা উদ্বেগের কারণে কয়েকজন খেলোয়াড় দেশে ফেরার অনুরোধ জানালে কঠোর অবস্থান নেয়ার কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের একটি প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
এসএলসি জানিয়েছে, কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তার বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে। এসএলসি এক বিবৃতিতে বলেছে, ‘যদি কোনো খেলোয়াড়, একাধিক খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ সদস্য এসএলসির নির্দেশনা উপেক্ষা করে দেশে ফিরে যান, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদে করছে একটি আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হন। শ্রীলঙ্কা ক্রিকটে দলও ইসলামাবাদেই অবস্থান করছে। এরপর থেকেই খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ কারণে কয়েকজন ক্রিকেটার দেশে ফেরার অনুমতি চান।
এরপর বুধবার গভীর রাতে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসি ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজে দলটির সঙ্গে দেখা করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন।
বৈঠক শেষ হতে দেরি হওয়ায় এবং অন্যান্য প্রস্তুতিতে বিঘ্ন ঘটায় সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে। বাকি দুটি ওয়ানডে এখন হবে ১৪ ও ১৬ নভেম্বর। আগে ম্যাচগুলো হওয়ার কথা ছিল ১৩ ও ১৫ নভেম্বর। পরবর্তী ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও এক দিন পিছিয়ে যেতে পারে।
এসএলসি জানায়, ‘এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলের প্রতিটি সদস্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে বার্তা সংস্থা এএফপিকে এর আগে এসএলসি’র এক কর্মকর্তা জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত আট জন ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি শ্রীলঙ্কা দলের সঙ্গে দেখা করার পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ফ্রেড সিরিওয়িরার সঙ্গেও বৈঠক করেন। পিসিবি জানায়, শ্রীলঙ্কা দলের জন্য নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে এবং হাইকমিশনার তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। পরে শ্রীলঙ্কাই প্রথম দল হিসেবে আবার সেখানে সফর করে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথ খুলে দেয়।

স্পোর্টস ডেস্ক