এত ভালো কথা শোনার অভ্যাস নেই : শান্ত
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে চলতি বছরটা দুর্দান্ত কাটছে নাজমুল হোসেন শান্তর। হিসেবের খাতায় অবশ্য শান্তর পুরো ক্যারিয়ারটাকেই নিয়ে আসা যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়ও। তার ওপরে এখন শুধুই আছেন ব্র্যাডম্যান আর জর্জ হ্যাডলি।
৩৮ টেস্টের ক্যারিয়ারে ১৩বার পঞ্চাশ পেরিয়েছেন শান্ত। এর মধ্যে ৮ বারই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। যেটিকে শতাংশে হিসেব করলে দাঁড়ায় ৬১.৫৪ শতাংশ ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি।
এমন পারফরম্যান্সে প্রশংসাও কুড়াচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে সাংবাদিকরাও তুলে আনেন শান্তর এমন পারফরম্যান্সের বিবরণ।
তবে সেই প্রশংসা স্বস্তি দিতে পারেননি শান্তকে। তিনি জানিয়ে দেন, ‘মাত্র ৩৮ ম্যাচ খেলছি। এখনই এত লম্বা চিন্তা করছি না। এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নেই। মুশফিক ভাই ৯৯টা টেস্ট খেলে ফেলেছে, তেমন বা ১০০–১৫০ ম্যাচ খেলার পরে যদি এ রকম ধারাবাহিক থাকতে পারি, তাহলে আমি বলতে পারব, মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি।’
হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তর নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শান্ত। তবে পঞ্চাশ থেকে এক শতে যাওয়া নিয়ে নাকি খুব একটা চিন্তা করেন না তিনি। শান্ত বলেন, ‘চিন্তা করে করি না, চেষ্টা করি যখন থিতু হই, চেষ্টা থাকে যে কীভাবে আমি বড় রান করতে পারি দলের জন্য।’
শান্তর ৮ সেঞ্চুরির ৪টিই তিনি পেয়েছেন অধিনায়ক থাকা অবস্থায়। টাইগারদের অধিনায়কদের মধ্যে টেস্টে সেঞ্চুরির হিসেবে শান্তর ওপরে আছেন কেবল মুশফিকুর রহিম।
এ নিয়ে শান্ত বলেন, ‘আমি ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্যও মনে হয় না আমি অধিনায়ক হিসেবে খেলছি। চিন্তা করি যে কীভাবে ব্যাটসম্যান হিসেবে অবদান রাখতে পারি। ওইটাই মূল নজর থাকে। আর যখন অব দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে থাকি, তখন অধিনায়ক হিসেবে আমার যে দায়িত্বগুলো পালন করার, তা করি।’

স্পোর্টস ডেস্ক