হতাশা ভুলে ভারত ম্যাচে চোখ জামালের
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। জয়-পরাজয় ছাপিয়ে যেখোনে বড় হয়ে ওঠে আভিজাত্য, অহংবোধ, মর্যাদা। এশিয়ান কাপ বাছাইপর্বে আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-ভারত।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠেয় ম্যাচটি আপাতদৃষ্টিতে গুরুত্বহীন। এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ-ভারত দুদলই। কিন্তু, ম্যাচের আবেদন ভিন্ন। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানেন সেটি। তিনি তাই জিততে মুখিয়ে আছেন।
ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে, সেটি ভুলে সামনে নজর দিতে চান জামাল।
সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা এই ম্যাচের জন্য সবাই অপেক্ষা করছি। এটা একটা ভালো ম্যাচ হতে চলেছে। ভালো প্র্যাকটিস করেছি সবাই। যদিও লাস্ট ম্যাচে আবার শেষ দিকে গোল খাইছি। সেসব ভুলে যেতে চাই। ভারতের সঙ্গে খেলা নিয়ে আমি আত্মবিশ্বাসী। খেলোয়াড়দের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। আশা করি, ভারতের সঙ্গে তিন পয়েন্ট পাব।‘
শেষ দিকে গোল হজম করলেও বাংলাদেশ দলের মাঝে ইতিবাচক দিক খুঁজে পান জামাল। তিনি বলেন, ‘আমরা তো এখন গোল করছি।’
একই ব্যাপারে স্বাগতিক কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘কাল এমনটা হবে না (শেষ মুহূর্তে গোল হজম)। আমরা এই পরিস্থিতি নিয়ে অনেক বিশ্লেষণ করেছি।’

ক্রীড়া প্রতিবেদক