ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল
ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-পর্তুগালের ম্যাচ ছিল রোমাঞ্চে ভরা। টানটান উত্তেজনার এই ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। এরপর ফল নির্ধারণ হয় নাটকীয় টাইব্রেকারে, যেখানে সাডেন ডেথে গিয়ে শেষ হাসিটা হেসেছে পর্তুগাল। টাইব্রেকারে ব্রাজিলকে ৬-৫ গোলে হারিয়েছে তারা।
কাতারের দোহায় গতকাল সোমবার (২৪ নভেম্বর) রোমাঞ্চকর ম্যাচটি গোলশূন্য ‘ড্র’ হলে খেলা গড়ায় পেনালটি শুটআউটে। যাতে প্রথম পাঁচ শটে সমতায় থাকে দুই দল। তবে সাডেন ডেথে ভুল করে বসে ব্রাজিলের সিকুই, তৃতীয় শটে বারের ওপর দিয়ে মারলে ব্রাজিল ছিটকে যায় বিশ্বকাপ থেকে।
প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচে বল দখলের দৌড়ে কিছুটা পিছিয়ে ছিল ব্রাজিল, কিন্তু আক্রমণে এগিয়ে ছিল তারাই। প্রতিপক্ষ পর্তুগালের চারটি শটের বিপরীতে ব্রাজিল নেয় আটটি শট। দু’দলই অবশ্য দুটি করে শট লক্ষ্যে রাখতে পারে। কিন্তু নির্ধারিত সময়ে বল জালে জড়াতে পারেনি কেউই।
পেনাল্টিতে প্রথম পাঁচটি শটের পর ফল সমান থাকায় শুরু হয় সাডেন ডেথ। সাডেন ডেথের প্রথম শটে ভুল করেন পর্তুগাল গোলরক্ষক কুনহা বারের অনেক ওপর দিয়ে শট নেন তিনি। চাপ বাড়ে পর্তুগালের ওপর। তবে ব্রাজিলের পাবলোও ভুল করে বসেন তার শট বারে লেগ ফিরে আসে।
সাডেন ডেথে পর্তুগালের দ্বিতীয় শট নেন জোয়াও আরাগোয়া আর ব্রাজিলের গ্যাব্রিয়েল মেক। দুজনই গোল করেন। এরপর পর্তুগালের তৃতীয় শট থেকে গোল করেন জোসে নেতো। কিন্তু ভুল করেন ব্রাজিলের সিকুই, বারের ওপর দিয়ে শট নেন তিনি। এতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ তারা শিরোপা জিতেছে ২০১৯ সালে। এবার পঞ্চম ট্রফি জেতার মিশনে ছিল সেমিফাইনালেই তাদের স্বপ্নভঙ্গ হলো। অন্যদিকে প্রথমবার তারা ফাইনালে উঠলো পর্তুগাল।
শিরোপার লড়াইয়ে ২৭ নভেম্বর পর্তুগাল মুখোমুখি হবে অস্ট্রিয়ার। প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ইতালি।

স্পোর্টস ডেস্ক