নোয়াখালীকে উড়িয়ে জয়ে ফিরল সিলেট
লো স্কোরিং ম্যাচও দেখে ফেলল বিপিএল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার (৫ জানুয়ারি) লজ্জার সম্মুখীন হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের মুখোমুখি হয়ে ১৪.২ ওভারে অলআউট হয় ৬১ রানে। জবাবে ৬৮ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সিলেট। রান তাড়ায় ৮.৪ ওভারে ৪ উইকেটে ৬২ রান করে দলটি।
টস জিতে ব্যাটিং বেছে নেয় নোয়াখালী। কিন্তু, সিলেটের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। দুজন ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান। শেষের চার ব্যাটার খুলতে পারেননি রানের খাতাই। দলের পক্ষে ৩২ বলে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৬ বলে ১৮ রান আসে ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে।
সিলেটের পক্ষে বল হাতে বিধ্বংসী ছিলেন নাসুম আহমেদ। ৪ ওভারে ৭ রানে তার শিকার ৫ উইকেট। মূলত নাসুমের সামনেই খড়কুটোর মতো উড়ে গেছে নোয়াখালী।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় সিলেট। তবে, তৌফিক খানের ১৮ বলে ৩২ এবং জাকির হাসানের ২৩ বলে ২৪ রানে ভর দিয়ে সহজ জয় তুলে নেয় সিলেট।
নোয়াখালীর পক্ষে ১.৪ ওভারে ৮ রানে ৩ উইকেট নেন জহির খান।
আগের ম্যাচে হারার পর আজ জয়ের ধারায় ফিরেছে সিলেট। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সিলেট এখন আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। চার ম্যাচের সবকটিতে হেরে ছয় দলের মধ্যে সবচেয়ে তলানিতে নোয়াখালী।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ১৪.২ ওভারে ৬১/১০ (সোহান ১৮, সৌম্য ৬, মুনিম ৪, নবী ১, অঙ্কন ২৫, হায়দার ৫, হাসান ০, রানা ০, জহির ০, সামি ০, রাহি ১*; আমির ২.২-০-১৫-১, খালেদ ২-০-১১-১, নাসুম ৪-০-৭-৫, ওমরজাই ৩-০-১৩-১, মঈন ২-০-৬-০, মিরাজ ১-০-৯-১)
সিলেট টাইটান্স : ৮.৪ ওভারে ৬২/৪ (ইমন ১, তৌফিক ৩২, জাকির ২৪, আফিফ ২, মঈন ১* ওমরজাই ০*; হাসান ২-০-৭-০, সামি ২-০-১৪-১, রাহি ১-০-১৭-০, রানা ১-০-১১-০, জহির ১.৪-০-৮-৩, নবী ১-০-৩-০)

স্পোর্টস ডেস্ক