পদত্যাগের ঘোষণা দিলেন ফেসবুকের ‘বিজ্ঞাপন ব্যবসার স্থপতি’
ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার প্রধান পরিচলন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৪ বছর ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সঙ্গে কাজ করার পর শেরিল তাঁর ভেরিভায়েড ফেসবুক পেজে নিজের বিদায় নেওয়ার কথা জানান। খবর বিবিসির।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসার স্থপতি বলা হয় শেরিলকে। স্বয়ং মার্ক জাকারবার্গই এ কথা বলেছেন।
জাকারবার্গ ভাষায়—শেরিলের প্রস্থান ‘একটি যুগের সমাপ্তি।’
মার্ক জাকারবার্গ বলেন, ‘শেরিল আমাদের বিজ্ঞাপন ব্যবসার স্থপতি। তিনি অসাধারণ কিছু মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন, কাজে লাগিয়েছেন। আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার বুনিয়াদ তাঁর হাত ধরে গড়ে উঠেছে। একটি প্রতিষ্ঠান কীভাবে চালাতে হয়, তিনিই আমাকে শিখিয়েছেন। বিশ্বের নানা প্রান্তে লাখো মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন। আজ মেটা যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, এর পেছনে তাঁর অনেক অবদান রয়েছে।’
শেরিল স্যান্ডবার্গ ফেসবুকে লিখেছেন—নিজের ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য তিনি মেটা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ নারী শেরিল স্যান্ডবার্গ। জাকারবার্গের পরে মেটায় সবচেয়ে ক্ষমতাধর মানা হতো শেরিলকে। এদিকে, শেরিলের পদত্যাগের ঘোষণার পর মেটার শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়।
ফেসবুক পোস্টে শেরিল স্যান্ডবার্গ বলেন, ‘২০০৮ সালে যখন আমি এ কাজে যুক্ত হয়েছিলাম, ভেবেছিলাম—পাঁচ বছর এখানে থাকব। আজ ১৪ বছর পর, নিজের জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে।’
এদিকে, শেরিল স্যান্ডবার্গ চলে যাওয়ার পর মেটার প্রধান সম্প্রসার বিষয়ক কর্মকর্তা জাভিয়ের অলিভান সে স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।
শেরিল স্যান্ডবার্গ যখন ২০০৮ সালে ফেসবুকে যোগ দেন, তখন জাকারবার্গের বয়স ছিল ২৩ বছর। স্যান্ডবার্গের হাত ধরেই তখনকার ছোট্ট প্রতিষ্ঠানটি আজকের শক্তিশালী লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক