পরীক্ষায় নকল ধরতে ড্রোন!
ড্রোনের ব্যবহার যে কত রকমের হতে পারে সেটা এবার বোঝা যাবে। চীনে পরীক্ষায় নকল বন্ধ করতে ব্যবহার করা হবে ড্রোন। চীনের ন্যাশনাল কলেজ এন্ট্রান্স পরীক্ষায় নকল ঠেকাতে ব্যবহার করা হবে এই প্রযুক্তি। চীনা ভাষায় এই পরীক্ষাকে বলা হয়ে ‘গাওকাও’। পৃথিবীর অন্যতম কঠিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বলা হয় এটিকে।
চীনের হেনান প্রদেশের লুইয়াং শহরে দুই দিনব্যাপী এই পরীক্ষায় ব্যবহার করা হবে ড্রোন। আর এই পরীক্ষায় অংশ নেবে প্রায় এক কোটি শিক্ষার্থী। তারা কেউ যেন পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করতে পারে সেটা নিশ্চিত করবে ড্রোন।
চীনে এ ধরনের পরীক্ষাগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়। ২০১৪ সালে পরীক্ষায় পাস করতে না পেরে চীনে ৭৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হিসেবে এ পরীক্ষাগুলো নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় শিক্ষার্থীরা।
আর সে কারণেই এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নানা রকম প্রতারণার আশ্রয় নেয় শিক্ষার্থীরা। পরীক্ষায় নকল করতে ক্যামেরার সাথে সংযুক্ত চশমা, কলমের সাথে সংযুক্ত এয়ার ফোন, মোবাইল ফোন লুকানোর জন্য বিশেষ টি-শার্ট ব্যবহারের নজিরও রয়েছে।
তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এসব উন্নত প্রযুক্তির নকল ঠেকাতে লুইয়াংয়ের রেডিও কর্তৃপক্ষ বিশেষ ড্রোন তৈরি করেছে। এসব ড্রোন এক হাজার ৬৪০ ফিট উপর থেকে পরীক্ষার্থীদের ওপর নজর রাখবে। ৩১০ মাইল দূর থেকে ছবি পাঠাতে পারবে এসব ড্রোন।
ড্রোনে যদি কোনো শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করতে দেখা যায় তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। বিচারে দোষী প্রমাণিত হলে সাজা ভোগ করতে হবে। নকল করলে পরের তিন বছর আর এই পরীক্ষায় অংশ নিতে পারবে না নকলবাজ শিক্ষার্থীরা।