শেষ হলো গুগল আইও রিক্যাপ বাংলাদেশ জমকালো অনুষ্ঠান
গুগলের আয়োজনে অনুষ্ঠিত ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ গান-বাজনার মধ্য দিয়ে শেষ হলো। গতকাল শুক্রবার বেলা ৩টায় রাজধানীসহ দেশের ছয়টি শহরে একযোগে শুরু হয় ডেভেলপারদের সবচেয়ে বড় এই সম্মেলন। এই সম্মেলনে গুগল থেকে ঘুরে আসা পাঁচজন বাংলাদেশি কমিউনিটি ব্যবস্থাপক তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক হাজার ডেভেলপারের উপস্থিতিতে শেষ হয় মূল অনুষ্ঠান। আর দেশের অন্য পাঁচটি শহরে স্থানীয় ডেভেলপাররা ছোট ছোট অনুষ্ঠান করেন। ঢাকার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে দেখানো হয়। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করতে পারে।
গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস বলেন, ‘গুগল আইও হচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারা বিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয়েছে এই সম্মেলনে। এ বছর বাংলাদেশ থেকে পাঁচজন অংশ নেন এই অনুষ্ঠানে। গুগল অভিজ্ঞতা বাংলাদেশের গুগল কমিউনিটিতে বিনিময় করার জন্য আয়োজন করা হয়েছে ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ।’
নবনিযুক্ত বাংলাদেশ গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমী রাফসানজানী গুগল আইও রিক্যাপের মূল প্রবন্ধ তুলে ধরেন।
অনুষ্ঠানে জিবিজি বাংলার রিয়াদ হোসেন, জিডিজি ঢাকার আরিফ নেজামি, জিডিজি সোনারগাঁওয়ের আশরাফ আবির, জিবিজি সোনারগাঁওয়ের সেলিম সাদমান পাঠান, জিডিজি বাংলার জাবেদ সুলতান সম্মেলনে বক্তব্য রাখেন।
এই আয়োজনে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন ইত্যাদি। গুগলের কমিউনিটি গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে লাইভ ভিউয়িং পার্টির আয়োজন করা হয়েছে। ভিউয়িং পার্টিগুলোতে আইও এর কিনোটসহ সেশনগুলো সরাসরি বড় পর্দায় দেখানো হয়। অনুষ্ঠানের শেষ অংশে ছিল জমকালো কনসার্টও।
অংশগ্রহণকারীদের জন্য নানা গেইমস ও উপহার দিয়ে চাঙ্গা রাখা হয়েছিল গুগল আইও রিক্যাপ বাংলাদেশ উৎসব। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডট কম।

ফিচার ডেস্ক