সিইএস ২০১৬
সাড়া জাগানো সব প্রযুক্তি পণ্য
মাত্রই শেষ হলো প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৬। প্রতিবারের মতো এবারও চমক জাগানো সব নিত্য নতুন প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে নামকরা সব প্রযুক্তি প্রতিষ্ঠান।
তবে এতসব প্রযুক্তি পণ্যের ভিড়ে কিছু প্রযুক্তি নজর কেড়েছে সবার। এমন ১০টি প্রযুক্তি পণ্যের তালিকা তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পেস্ট ম্যাগাজিন ডটকম।
১০. সিগওয়ে অ্যাডভান্সড পারসোনাল রোবট
সিগওয়ের তৈরি নতুন এই রোবট দিয়ে এক ঢিলে দুই পাখি মারা যাবে! ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সাথে সাথে এটি ব্যক্তিগত পরিবহনের অংশ হয়ে থাকতে পারবে! আদতে এই রোবটের নিচের অংশটি হোভারবোর্ডের আদলে নির্মিত।
৯. স্যামসাং মডুলার টেলিভিশন
স্যামসাংয়ের মডুলার টিভি আসলে বেশ কয়েকটি টিভির সম্মিলিত রূপ। প্রতিটি অংশ আবার একটি পূর্ণাঙ্গ টিভির সব সুবিধাই দিতে পারবে। আর সম্মিলিতভাবে টিভির রেজ্যুলেশন আর অ্যাসপেক্ট রেশিওর পরিবর্তনও ঘটবে। তবে একত্রে যুক্ত হওয়ার পর কেউ খালি চোখে আলাদা করতে পারবেন না আলাদা অংশগুলোকে! বিশাল পর্দার হাই ডেফিনিশন টেলিভিশন হিসেবেই তখন ছবি দেখাবে স্যামসাং মডুলার টেলিভিশন।

৮. ডায়েটসেন্সর এসসিআইও ফুড স্ক্যানার
ডায়েট নিয়ে খুব চিন্তিত থাকলে এই ফুড স্ক্যানার বেশ কাজে আসতে পারে। খাবারের সামনে ফুড স্ক্যানারটি ধরলেই হবে। সাথে সাথে সেই খাবারের রাসায়নিক উপাদান ও পুষ্টি গুণাগুণ বিশ্লেষণ করে ফেলবে এই স্ক্যানার। ডায়াবেটিক কিংবা এই জাতীয়ে রোগে যারা ভুগছেন। অথবা আগে থেকেই যাঁরা খাবার সম্পর্কে সচেতন থাকতে চান তাঁদের জন্য বেশ কাজের জিনিস এসসিআইও ফুড স্ক্যানার।
৭. স্যামসাং নোটবুক ৯
অ্যাপলের নিত্য নতুন সব উদ্ভাবন থেকে ‘চুরি’ করে পণ্য বানানোর অপবাদ রয়েছে স্যামসাংয়ের বিরুদ্ধে। এ নিয়ে মামলা মোকদ্দমাও কম হয়নি। জরিমানাও দিতে হয়েছে স্যামসাংকে। স্যামসাংয়ের নতুন ল্যাপটপ নোটবুক ৯ প্রদর্শন করা হয়েছে এবারের সিইএস-এ। এই ল্যাপটপটি অনেক বেশি পাতলা এবং হালকা করে তৈরি করা হয়েছে। ইন্টেল কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) থাকছে। তবে ১০৮০ পিক্সেলের ডিসপ্লে না থাকায় প্রতিদ্বন্দ্বী ম্যাকবুক প্রো কিংবা ডেল এক্সপিএস থেকে পিছিয়ে থাকছে স্যামসাং নোটবুক ৯।
৬. লাইভস্ট্রিম মুভি
ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করার ক্ষমতা রাখবে লাইভস্ট্রিম মুভি। যার ফলে যেকোনো ঘটনা একেবারে হুবহু এবং নিখুঁত আকারে ভিডিওতে ধারণ করা যাবে। একইসাথে থাকছে সরাসরি সম্প্রচারের সময় ভিডিও সম্পাদনার সুবিধা। এর দাম শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার দিয়ে।
৫. শেভি বোল্ট
বৈদ্যুতিক গাড়ি নিয়ে চলছে ব্যাপক গবেষণা। তবে এসব গাড়ির বেশির ভাগই সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। শেভরোলের নতুন সংযোজন ‘শেভি বোল্ট’ সেদিক থেকে নতুন এক চমক বলা যায়। মাত্র ৩০ হাজার ডলারের এই বৈদ্যুতিক গাড়িটিকে অন্য গাড়ির তুলনায় সস্তাই বলা যায়।
৪. রেজার ব্লেড স্টেলথ
কয়েক বছর ধরেই একটি পূর্ণাঙ্গ গেমিং ল্যাপটপ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছিল রেজার। ২০১৬ সালে এসে বলা যায় তারা সে কাজে বেশ ভালোভাবে সফল হয়েছে। অ্যাপল কিংবা ডেলের ল্যাপটপ থেকে যা আশা করা যায় তার সবকিছুই পাওয়া যাবে রেজারের ল্যাপটপে। হালকা এবং দ্রুত গতির এই ল্যাপটপ দামের দিক থেকেও নাগালের মধ্যেই। রেজারের নতুন ল্যাপটপে রয়েছে ইন্টিগ্রিটেড গ্রাফিকস কার্ড যা ডেস্কটপ কম্পিউটারের মতোই গ্রাফিকস অভিজ্ঞতা দেবে গেমারদের।
৩. ইহ্যাং প্যাসেঞ্জার ড্রোন
মানুষ পরিবহনের কাজ করবে ইহ্যাংয়ের তৈরি প্যাসেঞ্জার ড্রোন। যদিও সিইএসের আসরে শুধু এ ধরনের ড্রোনের মডেল দেখা গেছে, মানুষ পরিবহন করে দেখানো হয়নি- তবুও ইহ্যাং-এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বাস্তবে মানুষ নিয়ে উড়াল দিতে সক্ষম এই উড়োযান।
২. ফ্যারাডে ফিউচার এফএফ জিরোওয়ান কনসেপ্ট
সিইএস ২০১৬-এর মাধ্যমে সবার সামনে হাজির হলো নতুন অটোমোবাইল প্রতিষ্ঠান ‘ফ্যারাডে ফিউচার’। প্রথমবারই তারা হাজির হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক একটি হাই-পারফর্মেন্স কার নিয়ে। দেখতে ব্যাটমানের ব্যাটমোবিলের মতো গাড়িটি মাত্র তিন সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতি তুলতে সক্ষম। এই গাড়ির নাম রাখা হয়েছে ফ্যারাডে ফিউচার এফএফজিরোওয়ান। গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ মাইল গতিতে চলতে সক্ষম।
১. প্যারোট ডিসকো
এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল ড্রোন। বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছে বিশেষায়িত সব ড্রোন। তবে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘প্যারোট’ এনেছে বেশ কাজের এক ড্রোন। তাদের নতুন এই ড্রোনকে আকাশে উড়ানো যাবে সাধারণ ঘুড়ির মত শূন্যে ছুড়ে দিয়ে। ভারসাম্য রক্ষায় ‘প্যারোট ডিসকো’ নামের ড্রোনটি বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। ঘণ্টায় ৫০ মাইল বেগে উড়তে পারবে প্যারোট ডিসকো। শূন্যে সর্বোচ্চ ৪৫ মিনিট ভেসে থাকতে সক্ষম এই ড্রোন ১০৮০পিক্সেল রেজ্যুলেশনের ছবি ধারণ করতে পারবে।


আবরার আদিব