বাংলাদেশে ইউটিউবের প্রথম বুটক্যাম্প, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন দিগন্তের আলো
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/youtube.jpg)
স্থানীয় প্রতিভা বিকাশের পথকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর বুটক্যাম্পের আয়োজন করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ৭০ জন উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর এতে অংশ নেন। কর্মশালায় কনটেন্ট তৈরিতে দক্ষতা, সৃজনশীলতা এবং দর্শকের সম্পৃক্ততা আরও কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে দিকনির্দেশনাসহ সবার মতামত নেওয়া হয়।
ইউটিউবের স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার (এসপিএম) আবু সালেহ'র পরিচালনায় বুটক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হন ইউটিউবের ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইমার্জিং মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অজয় বিদ্যাসাগর।
সূচনা বক্তব্যে অজয় বিদ্যাসাগর বলেন, বাংলাদেশি ক্রিয়েটরদের সাফল্য নিশ্চিত করতে ইউটিউব প্রতিশ্রুতিবদ্ধ। এই বুটক্যাম্প কেবল শুরু মাত্র। আমরা বাংলাদেশের প্রতিভাবান ক্রিয়েটরদের পাশে থাকতে চাই। তারা যাতে আরও বড় পরিসরে নিজেদেরকে তুলে ধরতে পারেন, তার সুযোগ সৃষ্টি করতে চাই।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত বুটক্যাম্পের শুরুতেই সব অংশগ্রহণকারীকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজের ১০টি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা ১০ জনকে বিশেষ পুরস্কারও দেওয়া হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2025/02/13/youtube_inn-1.jpg 687w)
কর্মশালায় অংশগ্রহণকারীদের ইউটিউব চ্যানেলের অনুসরণীয় কৌশল, কনটেন্ট নির্মাণ, দর্শক সম্পৃক্ততা এবং কমিউনিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে, শিল্পকলা, হস্তশিল্প, বাগান পরিচর্যা এবং গ্রামীণ ব্লগের মতো দ্রুত বর্ধনশীল বিষয়গুলোতে কিভাবে আরও ভালোভাবে কনটেন্ট তৈরি করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ ও সার্বজনীন অনুসরণীয় নীতি তুলে ধরা হয়।
বুটক্যাম্পে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবাররা তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পাশাপাশি তারা নানা প্রশ্নের উত্তর দেন। এ পর্বে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে ছিলেন- ফারজানা আক্তার (ফারজানা ড্রয়িং একাডেমি), লিটন আলী খান (ভিলেজ গ্রান্ডপা'স কুকিং), ওমর সানি সম্রাট (এসএস ফুড চ্যালেঞ্জ), রাফসান (দ্য ছোটভাই) এবং নাফিস সেলিম।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2025/02/13/toutube_inn-2.jpg 687w)
অনুষ্ঠানে ইউটিউবের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য এ বুটক্যাম্পটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দেশের কনটেন্ট ক্রিয়েটর কমিউনিটি অত্যন্ত সৃজনশীল ও উদ্যমী। ১০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশে এমন ইউটিউব চ্যানেলের সংখ্যা ৬০ হাজার। এই সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে ক্রিয়েটরদের উন্নয়নে বিনিয়োগ করছে ইউটিউব।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2025/02/13/youtube_inn-3.jpg 687w)
অনুষ্ঠানে ফারজানা ড্রয়িং একাডেমির চিত্রকর্ম, এসএস ফুড চ্যালেঞ্জের গ্রামীণ খেলাধুলা, রাফসান দ্য ছোটোভাইয়ের গল্প বলার কৌশলের প্রসঙ্গ টেনে বলা হয় বাংলাদেশি ইউটিউবাররা দক্ষভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। ইউটিউব একাডেমি ১.০ তাদের জন্য প্রয়োজনীয় জ্ঞান, সরঞ্জাম ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দিয়েছে, যাতে তারা আরও বড় পরিসরে নিজেদের কাজ ছড়িয়ে দিতে পারেন। ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প কেবল একটি ইভেন্ট নয়, বরং এটি বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচনের আন্দোলন।
অনুষ্ঠানের শেষে ইউটিউবাররা ফটোসেশনে অংশ নেন এবং নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে একে অপরের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।