অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল চীন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/13/ivnlp4zp.jpg)
প্রায় এক সপ্তাহ পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। বাইডেনের জয়ের পর তাঁকে অভিনন্দন জানান বিশ্বের বেশির ভাগ দেশের নেতারা। তবে এ বিষয়ে এত দিন চুপ ছিল চীন।
আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে তাঁর জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই অভিনন্দন বার্তা পাঠান, খবর বিবিসির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন বলেন, ‘আমরা আমেরিকার মানুষের পছন্দকে শ্রদ্ধা করি। আমরা মি. বাইডেন ও মিসেস হ্যারিসকে অভিনন্দন জানিয়েছি।’
করোনাভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অবনতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে বাণিজ্য, গুপ্তচর ও করোনা মহামারি ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ছিল। অথচ ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে ওই দিনই অভিনন্দন জানিয়েছিলেন। তবে এবার সম্পর্কের টানাপড়েনের মধ্যে চীন বাইডেনকে অভিনন্দন জানাবে কি না, তা নিয়ে কৌতূহল ছিল সবার। তবে সেই নীরবতা ভেঙে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয় বাইডেনকে।