আইএস ও বাগদাদি আমেরিকারই তৈরি : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘আইএস ও বাগদাদি আমেরিকারই তৈরি।’ বিশ্বের অন্যতম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়ার মন্ত্রী ওই মন্তব্য করেন।
গত ২৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘মার্কিন সেনাবাহিনীর রাতভর অভিযানের সময় সিরিয়ায় আল বাগদাদির মৃত্যু হয়েছে।’ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ২৬ অক্টোবর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার বাগদাদির আস্তনায় মার্কিন বাহিনীর অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।
ওই ঘটনার পর গতকাল শুক্রবার বিষয়টি নিয়ে প্রথমবারের মত বিবৃতি দিল রাশিয়া। তেহরান ভিত্তিক পার্স টুডে ওই তথ্য দিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আরো বলেছেন, ‘শীর্ষ সন্ত্রাসী বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকে তাহলে বলতে হবে আমেরিকা নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।’
পার্স টুডের ওই প্রতিবেদনে পর্যবেক্ষকদের বরাত দিয়ে বলা হয়, আবু বকর আল বাগদাদি ইরাকের আবু গোরাইব জেলখানায় আটক ছিলেন। ২০০৯ সালে ওয়াশিংটন ওই জেলখানা থেকে বাগদাদিকে ছেড়ে দেয়। পরে তাঁরই নেতৃত্বে আইএস গঠিত হয়। এরপর আইএস ইরাক ও সিরিয়ায় ভয়াবহ ও নজিরবিহীন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ‘নিহত আবু বকর আল বাগদাদিসহ আইএস সন্ত্রাসী গ্রুপের অন্য শীর্ষ নেতারা স্বীকার করেছে তাদের আগমনের পেছনে আমেরিকার হাত রয়েছে।’ মুসাভি আরো বলেন, ‘এসব সন্ত্রাসী গ্রুপের নির্দিষ্ট মেয়াদ রয়েছে এবং ব্যবহার শেষে তাদের ছুড়ে ফেলে দেয় আমেরিকা।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার দাবি করেছেন, তাঁরা আইএসকে নির্মূলে বদ্ধপরিকর। প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালে নির্বাচনী প্রচার চালানোর সময় বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস সৃষ্টি করেছেন। আইএস সৃষ্টিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনেরও হাত রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।