আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত, আহত ২০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/19/afghan_attack.jpg)
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২০ জন। যুদ্ধকবলিত দেশটির পূর্বাঞ্চলীয় গজনিতে গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনো জানা না গেলেও পুলিশ কর্মকর্তারা বলছেন, একটি ইঞ্জিনচালিত রিকশায় বোমাটি বহন করা হচ্ছিল।
বার্তা সংস্থা এএফপিকে পুলিশের মুখপাত্র আহমাদ খান বলেছেন, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তালেবান।
স্থানীয়রা বলছেন, অবিস্ফোরিত একটি গোলা কেনাবেচার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
অন্যদিকে তালেবান যোদ্ধারা বলছে, বিস্ফোরণের ঘটনাটি নিছকই একটি দুর্ঘটনা।
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে গজনীর একটি মাদরাসায় যখন শিশু শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণে ব্যস্ত ছিল, তখন বিস্ফোরণের ঘটনাটি ঘটলে অনেক শিক্ষার্থীই হতাহতের শিকার হয়েছে। বিস্ফোরণের সময় মাদ্রাসাটির পাস দিয়ে ইঞ্জিনচালিত একটি রিকশা যাচ্ছিল।
বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।