আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলা, ১১ শিশু নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/22/byt6iqzq.jpg)
আফগানিস্তানে একটি মাদ্রাসায় বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিক্ষার্থী এবং একজন মসজিদের ইমাম।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তবে আফগান সরকারের দাবি, ওই হামলা ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
প্রদেশটিতে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা হয়। সেসময় নামাজের ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আহত হয়েছে আরো ১৪ জন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, হতাহতদের বেশির ভাগই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।