আফগানিস্তানে রেডিও স্টেশনের এডিটরকে গুলি করে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/03/aaphgaanistaan.jpg)
আফগানিস্তানে আবারও হত্যাকাণ্ডের শিকার হলেন এক সাংবাদিক। নতুন বছরের শুরুতেই গুলি করে হত্যা করা হলো একটি রেডিও স্টেশনের প্রধানকে। গত দুই মাসে পঞ্চম সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ শহরের কাছে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক বিসমিল্লাহ আদেল আইমাক ‘ভয়েস অব গোর’ রেডিও স্টেশনের এডিটর-ইন-চিফ। গত শুক্রবার ২৮ বছর বয়সী বিসমিল্লাহকে আততায়ীরা গুলি করে হত্যা করে বলে শনিবার স্থানীয় প্রশাসন নিশ্চিত করে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থনে তাঁর সরকার বদ্ধ পরিকর বলে তিনি জানান।
এ নিয়ে গত দুই মাসে পাঁচজন সাংবাদিক সন্ত্রাসী হামলায় নিহত হলেন। এর মধ্যে বার্তা সংস্থা এএফপি ও আলজাজিরার হয়ে কাজ করা একজন সাংবাদিককে হত্যা করা হয়। গাড়িচালকসহ হত্যাকাণ্ডের শিকার হন ২০ বছর বয়সী একজন টিভি ও রেডিও উপস্থাপিকাও।
সংবাদমাধ্যমের অধিকার নিয়ে সোচ্চার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতে, বিশ্বে এই মুহূর্তে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক রাষ্ট্র আফগানিস্তান।