আবারও ক্ষমতায় আসায় নেতানিয়াহুকে স্বাগত জানালেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকার প্রধান হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন। এই ঘটনা দু’দেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে ক্রেমলিন।
বৃহস্পতিবার নেতানিয়াহুকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘আমি আশা করি আপনার নেতৃত্বে জনগণের সুবিধার জন্য রাশিয়া-ইসরায়েল সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং তা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।’
পুতিন বলেন, ‘রাশিয়াতে আমরা আপনার ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদী অবদানের কারণে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে যা আমরা প্রশংসার চোখে দেখি।’
পার্লামেন্টে আস্থা ভোটে বিজয়ের পর ৭৩ বছর বয়স্ক নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর আন্তর্জাতিক অবরোধ আরোপের শঙ্কায় ইসরায়েল নিরপেক্ষতা বজায় রেখে মস্কোর বিষয়ে সাবধানী অবস্থান নিয়েছে। তবে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে দশ লাখেরও বেশি নাগরিক ইসরায়েলে আসায় দেশটি মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গঠনমূলক সহযোগিতার বিষয়ে তারা প্রস্তুত।