আমরা পশ্চিমা বিশ্বের দাস নই : ইমরান খান
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান এই ইস্যুতে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করেন তিনি। এ ছাড়া ইউক্রেনের পক্ষ নিয়ে পশ্চিমাদের শেখানো বুলি আওড়াবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা দূতেরা গত সপ্তাহে একটি বিবৃতি দেয়। ওই যৌথ বিবৃতিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পাকিস্তানকে নিন্দা জানানোর আহ্বান জানান তাঁরা। জবাবে রোববার ইমরান খান তাঁদের সমালোচনা করে বলেছেন, ‘তাঁরা কি ভাবেন, আমরা তাঁদের দাস।’
গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোসহ ইসলামাবাদের ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের প্রকাশ্যে এ রকম একটি যৌথ বিবৃতির ঘটনা তেমন দেখা যায় না।
ইমরান খান এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।’
সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবটি পাস হলেও ঐতিহাসিকভাবে পশ্চিমাদের মিত্র পাকিস্তান ভোটদানে বিরত ছিল।
ভারতও ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল জানিয়ে ইমরান বলেন, ‘আমি ইইউ দূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না।
ইমরান বলেন, ‘আফগানিস্তানে পশ্চিমা জোট ন্যাটোকে সমর্থন দেওয়ার ফলে পাকিস্তান ভুক্তভোগী হলেও কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।’
রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে যাচ্ছে, পশ্চিমাদের এমন আশঙ্কার মধ্যেই ফেব্রুয়ারির শেষ দিকে মস্কো সফরে গিয়ে ইমরান ও তাঁর সরকার আলোচনায় আসে।
ইমরান খান মস্কো গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালাতে সেনাদের নির্দেশ দেন।