ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার দখলে যাচ্ছে শুক্রবার
ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে দখলে নিতে যাচ্ছে রাশিয়া। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্ক, লুহাস্ক, খেরশান ও ঝাপোরিঝিয়া নিজেদের দখলে নিতে ডিক্রিতে স্বাক্ষর করবেন। রাজধানী মস্কোতে এই ডিক্রিতে স্বাক্ষর করবেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চারটি অঞ্চল একীভূত করা উপলক্ষে এরই মধ্যে মস্কোসহ রাশিয়ার বড় শহরগুলোতে গ্রহণ করা হয়েছে নানা আয়োজন। বিলবোর্ডগুলোতে প্রদর্শিত হচ্ছে দোনেস্ক, লুহাস্ক, খেরশান ও ঝাপোরিঝিয়ার নাম।
এর আগে গেল শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন, ইউক্রেনের ওই এলাকাগুলোতে গণভোটে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। এতে তারা ব্যাপকভাবে রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
এদিকে, রাশিয়ার এ পদক্ষেপের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমার মিত্ররা। এমন আগ্রাসী পদক্ষেপের কারণে মস্কোকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশগুলোর নেতারা।
২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের আরেকটি অঞ্চল ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া।