ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১৫ লক্ষাধিক মানুষ : জাতিসংঘ
ইউক্রেনে ১১তম দিনে গড়িয়েছে রাশিয়ার হামলা। গত ১০ দিনে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক দূত ফিলিপ্পো গ্রান্ডি।
তিনি বলেছেন, রাশিয়া হামলা শুরুর পর ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শরণার্থী দ্রুত বেড়ে যাওয়ার ঘটনা এটি। খবর বিবিসির।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরে নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকালও শহরটিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।
স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরটিতে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
দুপুর ১২টা থেকে বেসামরিক নাগরিকদের নির্দিষ্ট রুটে মারিওপোল থেকে সরিয়ে নেওয়া যাবে। শনিবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হলেও নতুন করে বোমা হামলা শুরুর জেরে তা স্থগিত হয়ে যায়।
মারিওপোল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির বেসামরিক নাগরিকরা তিন স্থান থেকে বাসে করে জাপোরিঝিয়া শহরে যেতে পারবেন। মানবিক করিডর তৈরি করে এই রুটটি গতকালও ব্যবহার করার পরিকল্পনা ছিল।
সিটি কাউন্সিল বলেছে, ব্যক্তিগত গাড়ি নিয়েও মানবিক করিডর ব্যবহার করে জাপোরিঝিয়ায় যাওয়া যাবে। তবে রেড ক্রসের নেতৃত্বে কাফেলায় বাসের পেছনে ব্যক্তিগত গাড়ি চালাতে বলা হয়েছে। এ সময় চালকদের তাদের গাড়ির সব আসন পূরণ করার কথাও বলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক