ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন, যেন তিনি “মধ্যপ্রাচ্যের মতোই” ইউক্রেন যুদ্ধেরও অবসান ঘটাতে উদ্যোগ নেন। শনিবার (১১ অক্টােবর) এক ফোনালাপে জেলেনস্কি বলেন, যদি একটি যুদ্ধ থামানো যায়, তবে “অন্য যুদ্ধও থামানো সম্ভব।”
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার বড় ধরনের হামলার একদিন পরই এই ফোনালাপটি আসলো।
কিয়েভের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা কমে গেছে, কারণ বিশ্ব এখন মূলত গাজার যুদ্ধবিরতি বাস্তবায়নেই মনোযোগ দিচ্ছে।
ট্রাম্প সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ ঘোষণা করেন এবং আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন, যদিও ইউরোপের যুদ্ধ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।
জেলেনস্কি এক ফেসবুক পোস্টে বলেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তাকে অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো যায়, তাহলে অন্যত্রও সম্ভব, যার মধ্যে রয়েছে রাশিয়ার আগ্রাসন বন্ধ করাও।”
দুই নেতার সম্পর্ক সম্প্রতি উষ্ণ হয়েছে। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের এক বৈঠকে উত্তপ্ত আলোচনার পর ট্রাম্প এখন রাশিয়ার প্রতি কঠোর অবস্থান নিচ্ছেন এবং ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখাচ্ছেন।

গত সেপ্টেম্বর ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছিলেন, ইউক্রেনকে ইউরোপ ও ন্যাটোর সহায়তায় তার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা করা উচিত।
এদিকে রাশিয়ার হামলায় শনিবার অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ওডেসা অঞ্চলের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট তার দৈনন্দিন ভাষণে বলেছেন, বিশ্ব এখন “মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দিকে প্রায় পুরোপুরি মনোযোগী,” আর এ সুযোগে রাশিয়া আগ্রাসন জোরদার করছে। তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, “রাশিয়ার সম্পদ পুরোপুরি ব্যবহার করতে হবে আমাদের প্রতিরক্ষা শক্তিশালী করতে এবং পুনর্গঠন নিশ্চিত করতে।”