লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলির অভিযোগ
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের শান্তিরক্ষীদের ওপর গুলি চালিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে, যা এক বছর আগের যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানায়, আজ রোববার (১৬ নভেম্বর) সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) লেবাননের ভেতরে অবৈধভাবে স্থাপিত একটি অবস্থান থেকে একটি মেরকাভা ট্যাংক দিয়ে শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়, ভারী মেশিনগানের গুলিগুলো শান্তিরক্ষীদের অবস্থান থেকে প্রায় পাঁচ মিটার দূরে এসে পড়ে। ট্যাংকটি ইসরায়েলি অবস্থানের ভেতরে ফিরে যাওয়ার ৩০ মিনিট পর শান্তিরক্ষীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন।
এদিকে ইসরায়েল দাবি করেছে, খারাপ আবহাওয়ার কারণে ভুলবশত শান্তিরক্ষীদের ‘সন্দেহভাজন’ মনে করা হয়েছিল।
অপরদিকে লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি শত্রুর চলমান লঙ্ঘন ও হামলা বন্ধে আমরা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করছি। এগুলো অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে এবং তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।
গত সেপ্টেম্বরে ইসরায়েলি ড্রোন ইউএনআইএফআইএল সদস্যদের কাছে চারটি গ্রেনেড ফেলেছিল, যার একটি শান্তিরক্ষী ও তাদের যানবাহন থেকে মাত্র ২০ মিটার দূরে পড়ে।
ইউএনআইএফআইএল বলেছে, এ ধরনের হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর গুরুতর লঙ্ঘন। এই প্রস্তাবই ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির ভিত্তি ছিল।
ইউএনআইএফআইএল জানায়, আবারও আমরা আইডিএফকে শান্তিরক্ষীদের ওপর যেকোনো আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি।
২০২৩ সালের অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত তীব্র হয়ে ওঠে। ২০২৪ সালের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল লেবাননে চার হাজারের বেশি মানুষ—অধিকাংশই বেসামরিক—হত্যা করেছে এবং ১০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। বহু গ্রাম ধ্বংস করেছে এবং পাঁচটি লেবাননি ভূখণ্ড এখনো দখল করে রেখেছে।
ইসরায়েল দাবি করে, তারা হিজবুল্লাহর স্থাপনা ও যোদ্ধাদের লক্ষ্য করছে—তবে কোনো প্রমাণ দেয়নি।
শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, লেবানন সরকার ইসরায়েলের দক্ষিণ সীমান্তে নির্মিত নতুন কংক্রিট দেওয়াল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিল করতে যাচ্ছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, দেয়ালটি ‘ব্লু লাইন’ অতিক্রম করেছে এবং এতে লেবাননের প্রায় চার হাজার বর্গমিটার ভূমি নাগরিকদের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক