ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
ইউক্রেনের প্রতিবেশী ও অন্যতম মিত্র দেশ পোল্যান্ড। রুশ আগ্রাসনের পর থেকেই কিয়েভকে সহায়তা করে আসছে পোলিশ সরকার। তবে, এবার ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নিজেদের কৃষি খাত রক্ষার্থে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। পোল্যান্ডের ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ও উপপ্রধানমন্ত্রী ইয়ারোস্লাভ কাচিন্সকির বরাতে আজ শনিবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউরোপরে দেশগুলোতে প্রচুর পরিমাণে ইউক্রেনীয় শস্য রপ্তানি হয়। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের থেকে আমদানিকৃত ইউক্রেনীয় শস্যের দাম অনেক কম। এতে করে বিপাকে পড়ে স্থানীয় কৃষকরা।
চলতি বছরেই পোল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বছরে ইউক্রেনীয় শস্য নিয়ে কিছুটা রাজনৈতিক সমস্যায় রয়েছে দেশটির ক্ষমতাসীন পিআইএস পার্টি। এ জন্যই প্রতিবেশী দেশ থেকে শস্য আমদানি নিষিদ্ধের পদক্ষেপ নিচ্ছে ক্ষমতাসীনরা।
পিআইএসের সভায় কাচিন্সকির বলেন, ‘শস্য ও খাদ্যপণ্য আমদানি নিয়ে আজ আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি। ইউক্রেন থেকে শস্য ও কয়েক ডজন খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করা হচ্ছে। এই পণ্যগুলোর তালিকা সরকারি বিধানে অন্তর্ভুক্ত করা হবে।’
পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইউক্রেনের অকৃত্রিম বন্ধু আছি ও থাকব। আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এবং তা চলমান থাকবে। আমাদের সম্পর্কে কোন পরিবর্তন হবে না। তবে, নিজ জনগণের স্বার্থ দেখা প্রত্যেক সরকারের অন্যতম কাজ।’