ইরানে এক-দুই সপ্তাহের মধ্যে করোনার টিকা দেওয়া শুরু : রুহানি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/24/iraan.jpg)
আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই ইরানে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই তাঁর দেশে মহামারি প্রতিরোধক টিকা কার্যক্রম শুরু হতে পারে। খবর আরব নিউজের।
দেশীয় টিকা উদ্ভাবনের আগে বিদেশি টিকাই ইরানিদের দেওয়া হবে বলে জানান রুহানি। তবে কোন দেশের টিকা দেওয়া হবে তা নিশ্চিত করেননি করোনায় মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির প্রেসিডেন্ট।
চলতি মাসের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে করোনার টিকা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তাঁর ভাষায়, ওই দুটি দেশের টিকা তাঁর দেশে সংক্রমণ আরো বাড়িয়ে দিতে পারে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/24/iraan_0.jpg)
খামেনির সঙ্গে সুর মিলিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বিদেশ থেকে ‘নিরাপদ টিকা’ আমদানি করবে সরকার।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে শনিবার প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, চলতি মাসেই ইরানের টিকা কার্যক্রম শুরু করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা ঘোষণা দেওয়া হয়েছে। এটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।