ইরানে বন্যায় নিহত অন্তত ২১
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জন নিহত এবং অন্তত তিনজন নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা আজ শনিবার হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এস্থাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে তুমুল বৃষ্টির পর রডবল বাঁধ থেকে পানি উপচে পড়ে। এস্থাবান ফার্স প্রদেশের রাজধানী সিরাজের প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
এবার গ্রীষ্মকালীন ছুটিতে ইরানের লোকজন যখন নদী, হাওর ও উপত্যকা এলাকাগুলোতে ভ্রমণ করে ঠিক সেই সময়ে বন্যা দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ইরানে বন্যায় অন্তত ৭৬ জনের প্রাণহানি ঘটে।