ইরানে ভবন ধসে নিহত ৫, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৮০
ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ১০ তলা একটি ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও অন্তত ৮০ জন।
উদ্ধারকারীরা আটকা পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাক সীমান্তের কাছাকাছি আবাদান শহররের আমির কবির সড়কে ধসে পড়া ওই ভবনটিকে তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বিভিন্ন শহর থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে দুটি উদ্ধারকারী দল, একটি হেলিকপ্টার ও সাতটি উদ্ধারকারী যান পাঠানো হয়েছে।
এ ছাড়াও, রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষুব্ধ আবাদান বাসিন্দাদের নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ফুটেজ দেখানো হয়েছে।
খুজেস্তান প্রদেশের বিচার বিভাগের প্রধান ভবনটি ধসে পড়ার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ভবনটির মালিক ও নির্মানকারী ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে।