‘এখনও কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন ট্রাম্প’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেও এখনও ব্যক্তিগত পর্যায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। খবর বিবিসির।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদমাধ্যম সিএনএনকে সাংবাদিক ম্যাগি জানান, ‘দ্য কনফিডেন্স ম্যান’ নামের তাঁর বইটি শিগগির প্রকাশ হবে। এবং ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের এখনও যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন।
ম্যাগি হেবারম্যান বলেন, ট্রাম্প তাঁর নিকটজনদের বলেছেন—বিদেশি নেতাদের মধ্যে একমাত্র কিম জং উনের সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে।
যদিও সাংবাদিক হেবারম্যানের এমন দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ট্রাম্প। মার্কিন মিত্র না হলেও ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্হে দুই দফা বৈঠক করেছিলেন ট্রাম্প। গিয়েছিলেন উত্তর কোরিয়াতেও।