কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২১ গ্রামবাসী নিহত
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) একটি গ্রামে বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ২১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সোমবার রাতে উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালায় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, পূর্ব কঙ্গোর বেনি অঞ্চলের মাওন্দা গ্রামে এ হামলায় হয়। বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা জানান, এডিএফ বিদ্রোহীরা সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে মাওন্দা গ্রামে হামলা চালায়। এ সময় অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
১৯৯০-এর দশকে উগান্ডার উত্তর-পূর্ব অঞ্চলে এডিএফ প্রতিষ্ঠিত হয়। এডিএফ বিদ্রোহীরা গত কয়েক বছর ধরে পূর্ব ডিআরসি-তে বেসামরিক নাগরিকদের পাশাপাশি বেসামরিক শান্তিরক্ষীদের আক্রমণ ও হত্যা করে আসছে।