করাচিতে পুলিশের কার্যালয়ে বন্দুক হামলায় নিহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/18/pakistan-thumb.jpg)
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের কার্যালয়ে পাকিস্তানি তালেবান যোদ্ধাদের বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার রাতে শহরের পুলিশের দপ্তরের বাইরে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই এলাকাটিতে বেশ কয়েকটিতে পুলিশ ভবন ও কর্মকর্তাদের বাসভবন রয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান ও অন্যান্য কর্মকর্তারা জানান নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য ও দুজন বেসামরিক লোক এই হামলায় নিহত হয়েছেন।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলায় বোমা বহনকারী দুজন লোকও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান সরকারের একজন উপদেষ্টা মুর্তাজা ওয়াহাব জানিয়েছেন, পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা তিন ঘণ্টার যৌথ অভিযানের পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/02/18/kraaci.jpg)
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির প্রধান বাণিজ্যিক শহরে হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফল অভিযানের মাধ্যমে ঘটনার সমাপ্তি হওয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।