করোনাভাইরাস চীনা ল্যাবেই সৃষ্ট, দাবি এফবিআই প্রধানের

চীন থেকেই মহামারি করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে অনেক আগে থেকেই দাবি করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দাবিকে বারবার অস্বীকার করে আসছিল চীন। তবে, এবার খোদ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এই দাবি করেছেন। তার মতে, মহামারি ভাইরাসটি চীনের সরকারি ল্যাব থেকেই সৃষ্ট হয়েছে। আজ বুধবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে মঙ্গলবার ক্রিস্টোফার রে বলেছেন, ‘আমাদের ধারণা, ভাইরাসটি উহানের ল্যাবেই সৃষ্ট ও সেখান থেকেই মহামারিটি ছড়িয়েছে।’
এফবিআই পরিচালকের আগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ ভাইরাস নিয়ে একই দাবি করেছিলেন, যা গত রোববার এক প্রতিবেদনে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন গণমাধ্যমটি জানিয়েছিল, মার্কিন জ্বালানি বিভাগের অনুমান, অনিচ্ছা থাকা সত্ত্বেও মহামারিটি চীনা ল্যাব থেকেই ছড়িয়েছিল। কোথা থেকে ভাইরাসটি ছড়িয়েছিল এ নিয়ে যুক্তরাষ্ট্রের চারটি বিভাগ অনুসন্ধান করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্যানেলের ধারণা, এটি প্রাকৃতিকভাবে ছড়িয়েছে। এ ছাড়া দুটি বিভাগ ভাইরাসটি কোথায় সৃষ্ট বা কীভাবে ছড়িয়েছে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
গত সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ‘কোভিড ভাইরাসটি কোথা থেকে সৃষ্ট বা কীভাবে ছড়িয়েছে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আমরা।’ এ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চাইলেও তারা এতে সাড়া দেয়নি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘আমাদের সংস্থার সব তথ্য আমি এখানে দিতে পারছি না। কারণ, অনেক তথ্য গোপনীয়।’ তবে, তিনি চীনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি অস্পষ্ট ধারণা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।’