খালিস্তানপন্থিদের হত্যায় ‘র’-এর সংশ্লিষ্টতা পেয়েছে মার্কিন গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচককে হত্যা করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কর্মকর্তা বিক্রম যাদবকে পাঠানোর তথ্য পেয়েছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য দিয়েছে।
‘অ্যান অ্যাসাসিনেশন প্লট অন আমেরিকান সয়েল রিভিলস অ্যা ডার্কার সাইড অব মোদিজ ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজ যখন প্রেসিডেন্ট বাইডেন নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনায় ব্যস্ত, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে একটি হত্যা মিশন চালাতে একটি হিট টিম ভাড়া করছিল। বিদেশের মাটিতে নয়াদিল্লির কিলিং মিশন নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, এফবিআই তদন্ত করছে এবং নরেন্দ্র মোদি ও তার ঘনিষ্ঠদের এসব মিশনে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে।
এর আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কর্মকর্তারা বিদেশের মাটিতে অর্ধশতাধিক হত্যাকাণ্ডে জড়িত বলে রিপোর্ট করেছিল। বিস্তারিত দেখুন ভিডিওতে।