করোনার টিকা নিলেন পুতিন, প্রকাশ করেননি ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। তবে তিনি কোন টিকা নিয়েছেন তা জানাননি। এমনকি পুতিনের টিকাগ্রহণের কোনো ছবিও প্রকাশ করেনি ক্রেমলিন। খবর বিবিসির।
পুতিনের বরাত দিয়ে প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, রাশিয়ার তিনটি ভ্যাকসিনই নির্ভরযোগ্য ও কার্যকর। দ্বিধায় না পড়ে দ্রুত সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট।
বিবিসির সঙ্গে কথা বলার সময়ে দিমিত্রি পেস্কভ প্রেসিডেন্টের টিকা নেওয়ার ছবি প্রকাশ করে রাশিয়ানদের উদ্বুদ্ধ করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘যারা টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে না, কিংবা সন্দেহ-সংশয়ের মধ্যে আছে, তারা প্রেসিডেন্টকে বাহুতে টিকা নিতে দেখলেই আগ্রহী হয়ে উঠবেন—ব্যাপারটা মোটেও তা নয়।’
‘প্রেসিডেন্ট মনে করেন, মানুষ আমাদের বিশ্বাস করে এবং আমাদের কথাই তাদের আগ্রহী করে তুলবে। টিকাগ্রহণকারীর সংখ্যা নিশ্চয়ই বাড়বে বলে আশা করি,’ বলেন মুখপাত্র পেস্কভ।
এতদিন বিশ্বের প্রভাবশালী অনেক নেতা টিকা নিলেও পুতিন টিকা নেননি। অনেক নেতা প্রকাশ্যে টিকা নিয়েছেন, কিন্তু ৬৮ বছর বয়সী পুতিন অনেকটা লোকচক্ষুর আড়ালে টিকা গ্রহণ করলেন।