করোনার টিকা পাচ্ছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া

প্রথম ব্যাচে করোনাভাইরাসের ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায়। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার দেশটিতে ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা। খবর আল জাজিরার।
কোভ্যাক্স প্রকল্পের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের ৫৩ হাজার ৮০০ ডোজ যাচ্ছে সিরিয়ায়। জাতিসংঘের সহায়তায় কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রকল্পের আওতায় ধনী দেশগুলোর পাশাপাশি দরিদ্র দেশগুলোতেও ভ্যাকসিন নিশ্চিত করার চেষ্টা চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন এমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ দাহের বলেন, ‘ভ্যাকসিন পৌঁছে গেলে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করব।’
কোভ্যাক্স কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত বিশ্বের ১০০টি স্থানে ভ্যাকসিন পাঠানো হয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য ভ্যাকসিন পাঠানো হয়েছে। বিদ্রোহী অধ্যুষিথ ইদলিবও ওই অঞ্চলের অন্তর্ভূক্ত।

ইদলিবে প্রথমদিকে চিকিৎসা কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। কারণ এই মহামারিতে তারা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
দ্বিতীয় দফায় ৬০ বছরের বেশি বয়সী লোকজনকে ভ্যাকসিন দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত বা ঝুঁকিতে থাকা লোকজনকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে।
কোভ্যাক্স প্রকল্পের আওতায় সিরিয়ার অন্যান্য অঞ্চলেও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইদলিবেরর স্বাস্থ্য দপ্তরের মেডিকেল কর্মকর্তা ইমাদ জাহরান বলেন, ভ্যাকসিন কার্যক্রম আগামী মাসের শুরুতে হওয়ার কথা ছিল এবং তিন সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল।