ওমরাহ যাত্রীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

পবিত্র ওমরাহ পালনে যাওয়া যাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি না ছাড়লে তাঁদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে।
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ তারিখ নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল (হিজরি জিলকদ মাসের ১ তারিখ) বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছেড়ে যেতে হবে। এ ছাড়া, ১৩ এপ্রিল (শাওয়াল ১৫) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। হজ পালনের জন্য জিলকদ মাসের ১ তারিখ (২৯ এপ্রিল) থেকে সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি কার্যক্রম শুরু হবে। তাই এই তারিখের পর ওমরাহ যাত্রীদের অবস্থান নিয়মবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
মন্ত্রণালয় ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে কঠোরভাবে নির্দেশিকা মেনে চলার তাগিদ দিয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ওমরাহ যাত্রীদের নির্ধারিত সময়ে দেশ ত্যাগের বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তাহলে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এ ছাড়া, সময়সীমার পর সৌদি আরবে থাকলে ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেতে হবে।