করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ২৮৭ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জন। সুস্থ হয়েছে মোট চার লাখ ৭৯ হাজার ৯৬৯ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্কে মোট তিন লাখ ৭২ হাজার ৪৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৯ হাজার ৩০২ জন
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এ পর্যন্ত ৫৬ লাখ ৮৪ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে মারা গেছে তিন লাখ ৫২ হাজার ২২৫ জন।