করোনা পরিস্থিতির উন্নতি, লকডাউন শিথিল হচ্ছে দক্ষিণ আফ্রিকায়
দক্ষিণ আফ্রিকায় নভেল করোনাভাইরাস পরিস্থিতি চূড়ান্ত পর্যায় থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছে। আর তাই দেশটিতে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, আগামীকাল সোমবার থেকে দেশের অর্থনীতির ক্ষেত্রে প্রায় সব বিধিনিষেধ শিথিল করা হবে। অ্যালকোহল ও তামাক বিক্রির বিতর্কিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। এ ছাড়া অভ্যন্তরীণ ভ্রমণ, পারিবারিক সমাবেশ ও ব্যবসাক্ষেত্রগুলো খোলার অনুমতিও দেওয়া হয়।
রামাফোসা বলেন, নিষেধাজ্ঞাগুলো শিথিল করার সিদ্ধান্ত দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে সহায়তা করবে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানান, এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে অন্তত ১২ হাজার মানুষের করানো শনাক্ত হয়েছে। এখন তা কমে দাঁড়িয়েছে গড়ে পাঁচ হাজার জনে।
করোনা সংক্রমণের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্য, ব্রাজিল, রাশিয়া ও ভারতের পরই দক্ষিণ আফ্রিকার অবস্থান।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে অন্তত পাঁচ লাখ ৭০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। তবে সংক্রমণের হার ধীরে ধীরে কমে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।