করোনা মোকাবিলায় জরুরি বিধিনিষেধের সময়সীমা বাড়াল ইতালি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/08/italy.jpg)
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের পরিপ্রেক্ষিতে ইতালিতে বসতবাড়ির বাইরে বাধ্যতামূলক ফেস মাস্ক পরাসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এসব বিধিনিষেধের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ-সংক্রান্ত একটি ডিক্রি পাস হয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, গত ৬ আগস্ট করোনার নতুন সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ১২ হাজার ৭০০ জন। গতকাল বুধবার পর্যন্ত সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৭৬ জনে।
নতুন করে সংক্রমণ হওয়াসহ ইতালিতে নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত তিন লাখ ৩৩ হাজার ৯৪০ জন সংক্রমিত হয়েছে। যাদের মধ্যে দুই লাখ ৩৫ হাজার ৩০৩ জন সুস্থ হলেও ৩৬ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।
মাস্ক পরার বিধিনিষেধ ছাড়াও আগামী বছরের (২০২১ সাল) ৩১ জানুয়ারি পর্যন্ত স্টেট অব ইমার্জেন্সি বা রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে মন্ত্রিসভা।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেঞ্জা গত মঙ্গলবার পার্লামেন্টে কোভিড-১৯-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার পর মন্ত্রিসভা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে উপর্যুক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করে।
ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত ৩১ জানুয়ারি ছয় মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছিল দেশটি। যা পরবর্তী সময়ে ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।