কানাডায় ‘দুজনের’ ছুরিকাঘাতে নিহত ১০, আহত ১৫
কানাডার মধ্যাঞ্চলীয় প্রদেশ সাচকাচুয়ানের বিভিন্ন এলাকায় সন্দেভাজন দুই ব্যক্তির ছুরিকাঘাতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় ওই ব্যক্তি ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালায়। সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
হামলাকারী দুজনের পরিচয় পেয়েছে কর্তৃপক্ষ। একজনের নাম ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) এবং অপরজন হচ্ছেন মাইলস স্যান্ডারসন (৩০)। এ দুজনকে এখনও ধরতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়দের সতর্ক হতে বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাচকাচুয়ান, আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশের পুলিশ এ ঘটনা তদন্তে যৌথভাবে কাজ করছে।
সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, ‘সন্দেহভাজন দুই হামলাকারী তাঁদের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তাঁদের সর্বশেষ অবস্থান ও তাঁরা কোথায় যাচ্ছেন তা জানা সম্ভব হয়নি।’