কাবুলে বিস্ফোরণে তালেবান নেতা রহিমুল্লাহ নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে তালেবানের এক শীর্ষ নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি মারা গেছেন। যে জেলায় স্ফোরণটি হয়েছে, সেই জেলার গোয়েন্দা প্রধান আব্দুর রহমান শেখ রহিমুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চারটি তালেবান সূত্র রয়টার্সকে জানিয়েছে, আফগানিস্তানের রাজধানীতে একটি ধর্মীয় সেমিনারে হামলাটি হয়। এসময় একজন ব্যক্তি, যিনি আগে তার পা হারিয়েছিলেন, তিনি একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণটি ঘটান।
সূত্র বলছে, বিস্ফোরণের পিছনে কে ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না। তবে, তালেবানরা তদন্ত করছে।
হাক্কানি ছিলেন তালেবানের পক্ষে বিশিষ্ট উকিল। তিনি আইএসআইএল-এর বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধকারীদের মধ্যে অন্যতম। এর আগেও তার ওপর হামলা চালিয়েছিল আইএসআইএল, তবে তিনি পূর্ববর্তী হামলাগুলো থেকে বেঁচে গিয়েছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক