কাবুলে বোমা হামলায় ৯ জন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/20/aaphgaanistaan.jpg)
আফগানিস্তানে রোববার সকালে বোমা হামলা চালানো হয়। ছবি : রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলে একজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে আজ রোববার সকালে চালানো বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও অনেকে আহত হয়েছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি জানিয়েছে, আইনপ্রণেতা খান মোহাম্মদকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি প্রাণে বাঁচে গেছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা এখনো পরিষ্কার নয়। শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান সরকার তালেবানকে এর দায় দিয়েছে।
এদিকে প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।