কাবুলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে তিনজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/10/aaphgaanistaan.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। কাতারের দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে আফগান সরকারের। এর মধ্যেই দেশটিতে আবারো বোমা হামলার ঘটনা ঘটল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান জানান, রোববারের এই হামলায় নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বাহিনীর এক মুখপাত্রও রয়েছেন। জাতীয় জননিরাপত্তা বাহিনীর ওই মুখপাত্রের নাম জিয়া ওয়াদান।
আফগানিস্তান জুড়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করে থাকে এই বাহিনী।
কাবুলের পূর্ব দিকে সকালে যানচলাচলের ব্যস্ততার মধ্যে জিয়া ওয়াদান ও তাঁর দুই সহকর্মী নিহত হন।
তারিক আরিয়ান জানান, ওয়াদানের গাড়ি লক্ষ্য করে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরিত হয়। এতে ওয়াদান ও তাঁর সহকর্মীরা মারা যান।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে কয়েক মাস ধরেই প্রাণঘাতী হামলা চলছে। বিশেষ করে কাবুলে এসব হামলার ঘটনা বেশি ঘটছে। সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজকর্মীরাই মূলত হামলার টার্গেটে পরিণত হয়েছেন। গত বছরের নভেম্বর থেকে দেশটিতে পাঁচজন সাংবাদিক বিভিন্ন হামলায় নিহত হয়েছেন।