কাবুলে সেই ড্রোন হামলার ঘটনায় সেনাকে শাস্তি দেবে না যুক্তরাষ্ট্র
আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলার সাত শিশুসহ ১০ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে শাস্তি দেওয়া হবে না বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এই তথ্য জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
গত আগস্টে কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের সদস্য সন্দেহে একটি গাড়িতে ড্রোন হামলা চালায় মার্কিন গোয়েন্দারা। এতে গাড়িটিতে থাকা সাত শিশুসহ ১০ জন নিহত হয়। ওই হামলাকে পরে ভুল হিসেবে স্বীকার করে যুক্তরাষ্ট্র।
জন কিরবি বলেন, ‘ড্রোন হামলার ঘটনার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের হাতে পৌঁছেছে। সেখানে এ হামলার জন্য কোনো জবাবদিহির সুপারিশ করা হয়নি। তিনি ওই সুপারিশ অনুমোদন করেছেন।’
জন কিরবি আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদনে ভুলবশত হামলা হয়েছে বলে উল্লেখ করা হয় এবং এজন্য যুক্তরাষ্ট্র অনুতপ্ত বলেও জানানো হয়।’
ঘটনার পর ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও একে মারাত্মক ভুল হিসেবে আখ্যায়িত করেন।
কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহতের পরদিনই এই ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনীর সদস্যরা। বিমানবন্দরের মার্কিন ঘাঁটি থেকে তিন কিলোমিটার দূরে সহযোগিতা সংস্থার কর্মী জামেইরি আহমাদির বাড়িতে রাখা গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।